Description of earthing )

Additional protection from lightning requires knowing the basics of earthing. Unexpected incidents such as high voltage or earth leakage may occur in our various installations. If they do, electrical appliances like TV, fridge, fan, line, etc. may get damaged. Basically, to protect the electrical equipment and its user in such situations, the current is sent from the metal or outer casing of the electrical equipment to the ground by a conductor. This process of sending electricity to the ground is called earthing. Earthing is often referred to as grounding by electrical engineers. Because through earthing it is possible to send electricity to the ground. If there is a leakage current in the electrical connection for any reason, earthing helps the leakage current to flow easily through the wire to the ground without causing any danger. আর্থিং - এর বর্ণনা ( Description of earthing ) 8 পৃথিবীর সমুদয় মাটির সঙ্গে কোনো কিছুর বৈদ্যুতিক সংযোগ স্থাপন করাকে আর্থিং ( Earthing ) বা আর্থ করা বা Grounding বলে ।

আর্থ করার অর্থ হচ্ছে কোনো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিউট্রাল পয়েন্ট এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ অপরিবাহী অংশকে পৃথিবীর মাটির সঙ্গে এমনভাবে সংযোগ স্থাপন করা , যাতে কোনো কারণে উল্লিখিত অংশে বিদ্যুৎ প্রবাহিত হলে তা কোনো বিপদ না ঘটিয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্খলন ( Discharge ) ঘটায় ।





আর্থ করা অর্থ শুধুমাত্র, মাটিতে পরিবাহীকে ঠেকানো নয় অথবা কোনো রকমে মাটির ভিতর তারকে পুঁতে দেয়া নয় , আর্থ করা বলতে বৈদ্যুতিক সার্কিটকে মাটির সঙ্গে এমনভাবে সংযোগ করা , যাতে অবাঞ্ছিত কোনো কারেন্ট বা কোনো লিকেজ কারেন্ট কোনোরূপ বিপদ না ঘটিয়ে অনায়াসে মাটিতে চলে যেতে পারে ।



কী কী অবশ্যই আর্থিং করতে হয়বৈদ্যুতিক সরঞ্জামাদির বডি বা বহিরাবরণ , কেবলের উপরের ধাতব আবরণ , বৈদ্যুতিক যন্ত্রপাতির ফ্রেম , সরবরাহের নিউট্রাল প্রভৃতিকে আর্থ করা হয়ে থাকে ।





আর্থিং - এর প্রয়োজনীয়তার ব্যাখ্যা ( Explanation of the necessity of earthing ) 8 বৈদ্যুতিক সরঞ্জাম , যন্ত্রপাতি প্রভৃতির ধাতব বহিরাবরণ যদি কোনোভাবে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে অথবা ইসুলেশন দুর্বল হওয়ার কারণে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তবে ধাতব অংশ বিদ্যুৎবাহী অংশে পরিণত হয় ।





এসময় কোনো ব্যক্তি যদি স্বাভাবিক অভ্যাস বা প্রয়োজনবশত উক্ত বহিরাবরণের স্পর্শে আসে তবে তড়িতাঘাত ( Electric shock ) পাবেন , যা প্রাণিদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক ।



তাই নিরাপত্তার স্বার্থে ঐ সকল ধাতব অংশের বিদ্যুৎ যাতে কোনো বিপদ না ঘটিয়ে সোজা ভূপৃষ্ঠে চলে যেতে । পারে সে জন্য আর্থিং করা বিশেষ প্রয়োজন ।


বৈদ্যুতিক সরঞ্জামের বডি বা ফ্রেম যদি উপযুক্তভাবে আর্থিং করা থাকে তবে দুর্ঘটনারশত যন্ত্রপাতির বড়ি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কারেন্ট খুব অধিক পরিমাণে আর্গের দিকে প্রবাহিত হতে থাকে ।



ফলে সার্কিটের নিরাপত্তামূলক যন্ত্র ( Protective devices ) অর্থাৎ ফিউজ পুড়ে বা সার্কিট ব্রেকার ট্রিপ করে লাইনের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে সার্কিটকে বিপদমুক্ত করে ।

Comments

Popular posts from this blog

Amazon Affiliate ( Amazanaffilite.com) Great Earning Site & way.